24 C
Dhaka
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপে’ অংশ নিলো ৮০ জন নারী উদ্যোক্তা

টেকসিঁড়ি রিপোর্ট : ই-কমার্স এবং এফ-কমার্সের মতো ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে সম্প্রতি ‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এই কর্মশালা আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা অংশ নেন । এই আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।

২৩ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিং-এর সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাঁদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসাবী-এর সেলস অ্যাসিস্টেন্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।

প্রশিক্ষকরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।

এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Related posts

গোল্ডটাচ এলিট এর্গোনোমিক কীবোর্ড: কম্পিউটার প্রফেশনালদের জন্য অনন্য ডিজাইন

TechShiri Admin

ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে

Tahmina

Leave a Comment