27.5 C
Dhaka
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিডিইউ-তে “ডি-নথি ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “ডি-নথি ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ (ব্যাচ-২) অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিডিইউ-এর প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডি-নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিডিইউ-এর সিনিয়র লার্নিং ম্যানেজার মো. টি. এ. এম. তুষার উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক জনাব সুমন সাহা। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Related posts

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হলো নোবিপ্রবিতে

Tahmina

নোবিপ্রবিতে ‘এমফিল এবং পিএইচডি অর্ডিন্যান্স’ শীর্ষক সেমিনার

Tahmina

‘কেমিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ইটস ইমপ্লিকেশন কন্ট্রোলিং মেজার্স অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Tahmina

Leave a Comment