৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

শিক্ষার্থীদের জন্য ৩ প্রতিষ্ঠানের সাথে সমঝোতা করলো বিডিইউ

টেকসিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি’র সাথে ব্র্যাক নেট লিমিটেড, ডিউক এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ও মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ (বুধবার) দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর সাথে শিক্ষার্থীদের বিভিন্ন পেশাদার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে যৌথ গবেষণা, রিসোর্স শেয়ারিং, আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট ক্যাম্পাস প্রযুক্তি বাস্তবায়ন, ডাটা সেন্টার তৈরি এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সহযোগিতা প্রদান বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এবং ব্র্যাক নেট লিমিটেড, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ও মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, ব্র্যাক নেট লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব সরফরাজ উদ্দিন, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ খালিদ শাহরিয়র, এবং মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠনটির চিফ একাডেমিক অফিসার মোঃ রাশেদুজ্জামান খান চুক্তিতে স্বাক্ষর করেনে।

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনআইসিসি সেলের পরিচালক মোঃ তৌকির আহম্মেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিসি সেলের সহযোগী পরিচালক মাহির মাহবুব।

সমঝোতা স্মারক স্বাক্ষর পূর্ব আলোচনায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ইন্ডাস্ট্রি উপযোগী গ্রাজুয়েট তৈরি লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়নে ইন্ডাস্ট্রিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে দূরত্ব রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক নেট লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সরফরাজ উদ্দিন, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম রেজাওনুল কবির, মোজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড এর চিফ একাডেমিক অফিসার, মোঃ রাশেদুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা।

Related posts

মাস্টার্স ইন এআই চালু হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

Tahmina

সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে জাইকা এবং বিডিইউ

Tahmina

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন বিডিইউ উপাচার্য

Tahmina

Leave a Comment