টেকসিঁড়ি রিপোর্ট : দক্ষিণ কোরিয়ার বুসানে ১৭ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হল ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা শুরু হয়েছে।
৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড থেকে নির্বাচিত ১০ সদস্যের বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বুসানের বেক্সকো এগজিবিশন এন্ড কনভেনশন সেন্টারে।
বাংলাদেশ দলের সদস্যরা হল – মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আরিয়েত্তি ইসলাম, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, স্কলাস্টিকার শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, উইলিয়াম কেরি একাডেমীর শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রওজাত নুবালা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।
বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সহযোগিতায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।