টেকসিঁড়ি রিপোর্ট : শুরু হতে যাচ্ছে খেলতে খেলতে কোডিং শিখার আয়োজন আওয়ার অফ কোড। মাত্র ৬০ মিনিটে মজার মজার কোডিং কনটেস্টে অংশগ্রহণ করে কোডিং এক্সপার্ট হয়ে জিতে নেয়া যাবে সার্টিফিকেট ।
আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই আয়োজন। রেজিস্ট্রেশন করতে দেখতে হবে কিশোর বাতায়ন ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট (konnect.edu.bd) ।