টেকসিঁড়ি রিপোর্ট : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য দেশের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’ আয়োজিত হতে যাচ্ছে ।
আগামী ৫ ফেব্রুয়ারি, বুধবার থেকে অংশগ্রহনেচ্ছু স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার পর্যন্ত। এরই আলোকে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন।
ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণাগুলোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন।
দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের একত্রিত করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ ক্যাম্পেইনের মাধ্যমে তরুণ ছাত্র-ছাত্রী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের সরাসরি ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, উক্ত ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কেও তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে।
স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাক শিল্প, লজিস্টিক্স, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রি ক্যাটেগরিতে উদ্ভাবক ও স্টার্টআপগণ আবেদন করার সুযোগ পাচ্ছেন।
দেশের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই এবং পিচিং শেষে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষনা করা হবে ‘ন্যাশনাল ইউথ সামিট ২০২৫’ এ। এ বিষয়ে আবেদনকারীরা আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট (www.idea.gov.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
উল্লেখ্য, স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের পাশাপাশি সামিটের অন্যতম আকর্ষণ হিসেবে পরিকল্পনায় রাখা হয়েছে “আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপ প্রদর্শনী”, যেখানে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবেন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করতে আইডিয়া প্রকল্পের অনুদানপ্রাপ্ত স্টার্টআপদের সাফল্যের গল্প তুলে ধরা হবে।
পাশাপাশি, “বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা” শীর্ষক একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে আইডিয়া প্রকল্পের।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এর অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’।