৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

সরকারি অফিসে চ্যাটজিপিটি, ডিপসিকের মতো এআই নিষিদ্ধ করলো ভারত

টেকসিঁড়ি রিপোর্ট : সরকারি অফিসে চ্যাটজিপিটি, ডিপসিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আশঙ্কা, এসব অ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সই করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলে এআই ভিত্তিক কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না। নির্দেশনায় জোর দিয়ে বলা হয়েছে, এসব অ্যাপ ব্যবহার করলে অফিসের গোপন নথি ও তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্কতা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। অস্ট্রেলিয়া এবং ইতালিও সরকারি অফিসে ডিপসিকের মতো এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

সম্প্রতি ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকে ভারতে এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

এর পাশাপাশি, ভারতের বৃহৎ সংবাদমাধ্যমগুলো চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, চ্যাটজিপিটি বিনা অনুমতিতে তাদের কনটেন্ট ব্যবহার করছে।

Related posts

APNIC ফেলোশীপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে

Samiul Suman

এটুআই’র ৫ জনের বিরুদ্ধে তদন্ত গঠন, ১৪ জনকে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ

Tahmina

রিয়েলমি’র সার্ভিস ডে, ১০% ডিসকাউন্টসহ নানা অফার চলবে ১৮ জুন পর্যন্ত

Tahmina

Leave a Comment