26 C
Dhaka
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

কুমিল্লা জেলায় স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

টেকসিঁড়ি রিপোর্ট : দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের পর কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ”।

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে ১৫ মার্চ ২০২৫ শনিবার দুপুরে মাধুরী ননি, জসিম টাওয়ার, কান্দিরপার কুমিল্লায় টেলিকম সেবাটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান।

প্রধান অতিথি বক্তব্যের প্রথমেই আইএসপিএবির কেন্দ্রিয় ও জেলা পর্যায়ের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইএসপিএবি এর সকল উদ্যোগে আমরা সহযোগীতা করে থাকি। আইএসপিএবি তার কার্যক্রম সারাদেশে সুসংগঠিত করে থাকে। বিশেষ করে ইন্টারনেট সার্ভিস নেটওর্য়াকিং এর নিক্স স্থাপন করে অনন্য নজির স্থাপন করেছে। ঢাকা ও বিভাগীয় শহরের পর কুমিল্লা জেলায় নিক্স উদ্বোধন করতে যাচ্ছে বলে আমি আনন্দিত ও গর্বিত।

তিনি আরো বলেন বাণিজ্য মন্ত্রণালয় কেবলমাত্র দেশের ভিতরে বাণিজ্য প্রসারের জন্য কাজ করছে না, বিদেশের সাথে বাণিজ্য সহায়ক চুক্তি করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কম মূল্যে বিদেশ থেকে পণ্য সংগ্রহ করা। আইএসপিএবি নিক্স স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি অন্যতম উপায়। নিক্স এর মাধ্যমে স্বল্প খরচে ডেটা বিনিময় করা সহজ হচ্ছে। এর ফলে শুধু ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নয় বাংলাদেশের সামগ্রীক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বলেন, আপনারা জানেন বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশের উন্নয়নে দ্রুততম ইন্টারনেট সার্ভিস ও ডিজিটাল সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ডিজিটালের মাধ্যমে মানুষকে সংযুক্তি করে তার সেবা প্রাপ্তি নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য।

সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের সুযোগ-সুবিধা দেয়াই হচ্ছে আইএসপিএবির কাজ। আমাদের শিক্ষা থেকে বিনোদন পর্যন্ত পর্যাপ্ত কন্টেন্ট নেই, এখন আমাদের লোকাল কন্টেন্ট দরকার। লোকাল কন্টেন্ট তৈরীতে যে শক্তিশালী ও টেকসই ইনফাস্টট্রাকচার দরকার সেই কাজটি আইএসপিএবি করছে। রাজধানী ও বিভাগীয় শহরের পর আমরাই সর্বপ্রথম কোন জেলাতে নিক্স স্থাপন করেছি। আইএসপিএবি নিক্স মর্যাদার দিক দিয়েও এগিয়ে আছে । ইহা এপিআই এর সদস্য এবং দেশের ট্রাফিকের দিক দিয়ে প্রথম স্থানে আছে।

লোকাল ডাটা লোকালী রেখে দেশের প্রত্যেক নাগরিককে স্বল্প মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌছে দেয়ার জন্যই কুমিল্লা জেলাতে আমাদের এই নিক্স স্থাপন। আমরা আশা করি বিপিসির সহযোগীতা বহাল থাকলে আগামী বছরের মধ্যে বড় বড় জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব।

আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ শুভেচ্ছা বক্তব্যে দেশের টাকা দেশে রাখুন আইএসপিএবির সঙ্গে থাকুন এই শ্লোগান দিয়ে স্বাচ্ছন্দে নিরাপদে ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লোকাল ডাটা লোকাল রাখুন আইএসপিএবি নিক্স এ সংযুক্ত থাকার আহ্বান জানান ।

আইএসপিএবি নিক্স উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির ট্রেজারার মো: আসাদুজ্জামান সুজন, ক্লাউড প্ল্যানেটের চেয়ারম্যান জনাব ড. শাহেদ মোরশেদ, ম্যানেজিং ডিরেক্টর জনাব মোবারক হোসেন এবং বিপিসির সহকারী পরিচালক জনাব ফয়সাল খান ও কুমিল্লা আইএসপিএবির সকল সদস্য ও অন্যান্য তথ্যপ্রযুক্তিবিদগণ।

Related posts

শহীদ মিরাজ ও রাব্বির পরিবার দেখা করলেন তথ্য উপদেষ্টার সাথে

Tahmina

১০০ কোটি টাকা অনুদান,গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যয়

Tahmina

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান জুনিয়র অলিম্পিয়াডে বাংলাদেশের ৪ পদক

Tahmina

Leave a Comment