27 C
Dhaka
২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই সফর, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

দেশের জন্য গৌরব অর্জন করলে লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা দেয়া হবে

টেকসিঁড়ি রিপোর্ট : ২৬ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড- এ বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এখন থেকে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এটা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও করবে।

২৭ এপ্রিল, শনিবার আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে।

প্রধান অতিথির বক্ত্যব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এখন থেকে আইসিটি বিভাগ দেশের কৃতি সন্তানদের নিয়মিত সংবর্ধনা দেবে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এটা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও করবে।

ফয়েজ তৈয়্যব বলেন, তাদের উদ্ভাবনায় প্রয়োজনীয় অবকাঠামো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ফান্ডিং করা হবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে যেই সৃজনশীলতা তার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং যেহেতু নতুন স্টার্ট‌আপ গুলোর অধিকাংশই প্রযুক্তিনির্ভর সেজন্য এক্ষেত্রে আইসিটি বিভাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেও তিনি মন্তব্য করেন।

আমরা পাঁচটি বিভাগের সামিট করেছি আচিরেই দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন করবো। এরপর বিভিন্ন স্কুল ও কলেজকে গ্রুপে বিভক্ত করে স্টার্টআপ সামিট করবো জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ অতিথির বক্তৃতায় আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, প্রযুক্তি যতই দ্রুত ছুটুক না কেন আমাদের ক্ষুদে বিজয়ীরা বুঝিয়ে দিয়েছে আমরা পিছিয়ে নেই। আমরা আজ আত্মবিশ্বাসী তাই আগামী আসরে তাদেরকে উদার হস্তে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।

উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয়ে ক্রমান্বয়ে আন্তর্জাতিক রোবট অলেম্পিয়াডে ভালো করছে বাংলাদেশ। এ বছর দক্ষিণ কোরিয়ায় ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জিতেছে ১০টি পদক। আগামী ডিসেম্বর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বসবে ২৭তম আসর।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে তাদের কোচ মিশাল ইসলামকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন পদকজয়ী আরিয়েত্রী ও আবরার আবীর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

গুয়াংডং প্রদেশের নায়ক এখন ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং

Tahmina

শাওমির ইভি পেতে ক্রেতাকে অপেক্ষা করতে হবে ৬ মাস

Tahmina

আবারো বন্ধ ফেসবুক, সাথে টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম

TechShiri Admin

Leave a Comment