২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বাংলাদেশে লাইসেন্স পেলো স্টারলিংক

টেকসিঁড়ি রিপোর্ট : পাকাপাকিভাবে বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। ২৮ এপ্রিল সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস।

এই তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি তার ফেইসবুকে আরও জানান , বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরো অনেকেই।

আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।

তিনি আরও লিখেন, পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (OSIRIS Group)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রা’র হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন প্রফেসর ড মুহাম্মদ ইউনূস।

Related posts

‘আইন নয়, গাইড লাইন ও সচেতনতা বাড়িয়ে ইন্টারনেটে সুরক্ষা সম্ভব’

Tahmina

নামে এআই অস্ত্র স্ক্যানার, কাজে নয়

Tahmina

২ কোটি টাকা বিনিয়োগ পেলো হিসাব টেকনোলজিস

Tahmina

Leave a Comment