টেকসিঁড়ি রিপোর্ট : শুরু হয়েছে “ওয়ান ওয়ে স্কুল” এর আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বড় অলিম্পিয়াড “ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড সিজন-১”।
রেজিষ্ট্রেশন ফি – ১৫০ টাকা (সকল ক্যাটাগরীর জন্য)। ৪ ধরনের ক্যাটাগরিতে চলছে রেজিস্ট্রেশন । ক্লাস ওয়ান থেকে শুরু এই প্রক্রিয়া।
অংশগ্রহণকারী সকলের জন্যেই থাকছে –
১) প্রিমিয়াম সব কোর্স (সম্পূর্ণ ফ্রী)
২) ই-সার্টিফিকেট (প্রতিটি রাউন্ড শেষে)
৩) ই-অ্যাডমিট কার্ড
৪) প্রিন্টেড সার্টিফিকেট (সেমি ফাইনাল)
৫) ফ্রেমসহ সার্টিফিকেট (ফাইনাল রাউন্ড)
৬) চাকরির সুযোগ (শর্তসাপেক্ষে)
৭) ইন্টার্নশিপের সুযোগ (শর্তসাপেক্ষে)
৮) উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ
৯) ওয়ার্কশপ ও সেমিনার (অনলাইন)
১০) প্যাসিভ ইনকামের সুযোগ
বিজয়ীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার। চ্যাম্পিয়ন পাবে ২.৫ লক্ষ টাকার সমমূল্যের পুরষ্কার,
১ম রানার আপ ১.৫ লক্ষ টাকার এবং ২য় রানার আপ পাবে ১ লক্ষ টাকার সমমূল্যের পুরষ্কার। সাথে ট্রফি, মেডেল, ফ্রেমসহ সম্মাননাপত্র, স্টাডি ট্যূর ।
ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড সিজন-১ এর রাউন্ডসমূহ
১) ন্যাশনাল রাউন্ড
২) সেমি ফাইনাল রাউন্ড
৩) ফাইনাল রাউন্ড
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: ১ মে ২০২৫ থেকে। ক্লাস ও মডেল টেস্ট: আগস্ট ও সেপ্টেম্বর মাসে। অলিম্পিয়াড (মূল পরীক্ষা কার্যক্রম) অক্টোবর ও নভেম্বর , ২০২৫ । শিক্ষা সফর (বিজয়ী ও সেরা টিমের জন্য প্রযোজ্য): ডিসেম্বর
রেজিস্টেশন করুন এই ঠিকানায় ।