১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

দেশের দূর্গম দ্বীপে স্মার্ট আইল্যান্ড প্রতিষ্ঠায় আগ্রহী দক্ষিণ কোরিয়া

টেকসিঁড়ি রিপোর্ট : দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দূর্গম দ্বীপে স্মার্ট আইল্যান্ড প্রতিষ্ঠায় বিনিয়োগের আগ্রহ জানিয়েছে। বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে দেখা করে এ কথা জানান।

রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার গীগা আইল্যান্ডে আদলে দুর্গম দ্বীপে স্মার্ট আইল্যান্ডে বিনিয়োগের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সেক্টরের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া। বিগত দিনগুলোতে বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক অনেক এগিয়ে গেছে। আগামী দিন গুলোতে এ সম্পর্ক আমরা আরো এগিয়ে নিতে চাই।

জ্ঞান বিনিময়, উদ্ভাবন, স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং তথ‌্যযোগাযোগ প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করার আরো সুযোগ রয়েছে বলে বলেন পলক।

Related posts

স্যামসাং জেড ফোল্ড সিক্স এবং জেড ফ্লিপ সিক্সের ছবি ফাঁস

Tahmina

শুরু হল হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর নিবন্ধন, শেষ ২০ মার্চ

Tahmina

উই হাটবাজার মার্কেটপ্লেস উদ্বোধন, সাথে এক বান্ডেল উপহার ঘোষণা

Tahmina

Leave a Comment