টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৪ জুন “গ্লোবাল অ্যাওয়ার্ড” গ্রহণ করবে টিম ভয়েজার। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর এর গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, ওয়াশিংটন ডিসিতে গেছে “টিম ভয়েজার” ।
নাসা আয়োজিত পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টেফিক হ্যাকাথনে অংশ নিয়ে প্রায় ২০০ দেশের ১ লক্ষ প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিম ভয়েজার বিশ্বসেরা নির্বাচিত হয়েছে। ।