22 C
Dhaka
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ফেইসবুক লগ ইনে সমস্যা কি কেবল বাংলাদেশে ?

টেকসিঁড়ি রিপোর্ট : ম্যাসেনঞ্জারে বান্ধুবীদের সাথে পিকনিকের প্ল্যান করছিল ঐশী , অনামিকা , ঈশিতা, তাহমিদারা ক জন মিলে। দুম করে সব ম্যাসেঞ্জার থেকে লগ আউট । ওরা প্রথমে ভাবলো ইন্টারনেট স্লো , পরে দেখে ফেইসবুক থেকেও লগ আউট।

কথা বলছিল রিমি সিমি, ওদের অবাক করে দিয়ে লগ আউট। কি হল? কি হল? সাড়া পড়ে গেলো।

চিটাগাং থেকে পারভীন কল দিলো তাঁর বান্ধুবীকে , আমার ফেইসবুকটা না কেন যেন ডিস্টার্ব করতেছে। কিছুতেই লগ ইন করতে পারছি না। পাসকোড ভুল বলছে। কি করি বলতো? কি হলো?

ফেইসবুকের এই হাল নিয়ে অনেকেই হোয়াটসএপে যোগাযোগ করেছে। জানতে চাইলো একে অপরকে – কি হলো। যোগাযোগ করে কেউ কেউ বলছিল, ভাগ্যিস হোয়াটসএপ ছিল।

বিপাশা বললেন , আম্বানির পুতের বিয়া খাইয়া কি বাঁশ টা দিলো আমাগো? ! কামডা ঠিক করে নাই !

এভাবে চারিদিক থেকে অভিযোগ আসতে লাগলো ফেইসবুক সম্পর্কে। এই দিকে গুগল করে হাজার হাজার ব্যবহারকারী তাদের অভিযোগ জানাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে । ফেইসবুক বলছে , কারিগরী ত্রুটির কারনে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে ৯:৩০ এর দিকে এই সমস্যা দেখা দেয়। এই সিস্টেম এরর , লগ আউট সমস্যা কেবল বাংলাদেশে নয় বিশ্বব্যাপী হয়েছে।

Related posts

অনলাইনে প্রাইভেসি রক্ষায় অর্থ ব্যয় কি উচিত?

Tahmina

বগুড়ার তরুণ-তরুণীরা ঢাকামুখী বা বিদেশমুখী হবে না : পলক

Lucifer Farabi

ফোরজি বন্ধ হলেও চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট: আইএসপিএবি

TechShiri Admin

Leave a Comment