টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার নতুন মাইলফলক অর্জন করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাজ্য ভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ Global Brands Magazine থেকে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ (Global Brand Award) অর্জন করেছে।
‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ (Most Trusted IT & Electronics Manufacturer) ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজি-টেক।
প্রসঙ্গত, ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে যারা নিজেদের খাতে অসাধারণ দক্ষতা, উদ্ভাবনী শক্তি, এবং বিশ্বস্ততার প্রমাণ দেয়। প্রযুক্তি, আর্থিক খাত, শিক্ষা, অটোমোবাইল, জীবনধারা সহ নানান সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে স্বীকৃতি লাভ করে থাকে।
এবারের পুরস্কার তালিকায় ছিলো জার্মানির বশ (Bosch), ফ্রান্সের এয়ারবাস (Airbus), যুক্তরাষ্ট্রের থ্রিএম (3M), যুক্তরাজ্যের ইউনিলিভার (Unilever) এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা বিশ্ববাজারে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে এক সারিতে ওয়ালটন ডিজি-টেকের অবস্থান নিঃসন্দেহে এক অনন্য অর্জন।
এছাড়াও বিগত বছরগুলোতে টয়োটা (Toyota), ইউটিউব (YouTube), অ্যামাজন (Amazon), অ্যাপল (Apple) এর মতো আরো অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড লাভ করেছে।
ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ট্যাবলেটসহ প্রযুক্তিনির্ভর নানান পণ্য ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে।
প্রতিষ্ঠানটি দেশে প্রযুক্তিপণ্যের ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।