টেকসিঁড়ি রিপোর্ট : ঢাকা বিভাগের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ২০২৫’-এর নিবন্ধন। তরুণদের জন্য জনপ্রিয় এই গেমিং প্রতিযোগিতার আয়োজনে আছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।
এবারের পিএমসিসি প্রতিযোগিতায় অংশ নিতে হলে কিছু শর্ত মানতে হবে।
- দলের সব সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়টি হতে হবে ঢাকা বিভাগের আওতাভুক্ত।
- অংশগ্রহণকারীদের বাংলাদেশে জন্মগ্রহণকারী হতে হবে অথবা বৈধ স্থানীয় ভিসাধারী হতে হবে।
- নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জমা দিতে হবে আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত প্রমাণপত্র অথবা সাম্প্রতিক টিউশন ফি জমার রসিদ।
- এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা ২০২৫ সালে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা। পূর্ববর্তী ব্যাচের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিতে পারবেন না।
- একজন খেলোয়াড় কেবল একটি বিশ্ববিদ্যালয়কেই প্রতিনিধিত্ব করতে পারবেন।
- দলীয় নাম নিবন্ধনের সময়ই নির্ধারণ করতে হবে, যা পরে পরিবর্তন করা যাবে না।
অংশগ্রহণকারীদের সবাইকে পিএমএমসি বিডি ২০২৫ –এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে যুক্ত থাকতে হবে, কারণ প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও যোগাযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিচালিত হবে।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর দলগুলোকে গ্রুপভিত্তিক ভাগ করা হবে। সেখান থেকে সেরা ১৬টি দল পাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।
পিএমসিসি ২০২৫-এর পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অনলাইন ও অফলাইন—উভয় ধাপে। বিস্তারিত তথ্য ও সময়সূচি ইনফিনিক্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশের তরুণদের মধ্যে পাবজি মোবাইল গেমিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে পিএমসিসি ২০২৫ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি বড় মঞ্চ হয়ে উঠতে চলেছে। গেমিং প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন ক্যাম্পাসে ই-স্পোর্টস সংস্কৃতি গড়ে তোলার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।