টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তার সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেমিনার আয়োজন করেছে।
সুশৃঙ্খল, প্রাণবন্ত ও প্রগতিশীল কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে “The Power of Positive Thinking” শীর্ষক একটি সেমিনার ১৭ আগস্ট ২০২৫ তারিখ (রবিবার) সকাল ১০:৩০ মিনিটে বিএসসিএল-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধন করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি ড. মো. আব্দুস সোবহান।
সেমিনার সঞ্চালনা করেন বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মোঃ গোলাম সারোয়ার। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।