টেকসিঁড়ি রিপোর্টঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি (ChatGPT) এবার সাবস্ক্রিপশন ভিত্তিতে পাওয়া যাবে ভারতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই প্ল্যাটফর্মটি চালুকারী প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি দেশটির জন্য বিশেষ মূল্যে চ্যাটজিপিটি প্লাস ( ChatGPT Plus ) সেবা চালু করেছে।
মাসে ৩৯৯ ভারতীয় রুপি (বা প্রায় ৪৮০ বাংলাদেশি টাকা) খরচ করে ভারতীয় ব্যবহারকারীরা এখন এই প্রিমিয়াম সার্ভিস এর সুবিধা নিতে পারবেন।
চ্যাটজিপিটি প্লাস এর সদস্যরা যে সুবিধা পাবেন :
- বিনামূল্যের সংস্করণে যখন সার্ভার ব্যস্ত থাকে তখন ব্যবহারকারীদের অপেক্ষা করতে হয়। কিন্তু Plus সদস্যরা যেকোনো সময়, এমনকি চাপের সময়েও চ্যাটজিপিটি-তে অ্যাক্সেস পাবেন।
- বিনামূল্যের সংস্করণের তুলনায় প্রিমিয়াম ব্যবহারকারীরা দ্রুত সাড়া পাবেন এবং তাদের প্রশ্নের উত্তর অনেক তাড়াতাড়ি পাবেন।
- ভবিষ্যতে ওপেনএআই তাদের নতুন ফিচার এবং উন্নতিগুলো (যেমন GPT-4 এর নতুন ভার্সন) প্রথমে প্লাস সদস্যদের জন্যই উন্মুক্ত করবে। বিনামূল্যের ব্যবহারকারীদের করতে হবে অপেক্ষা।
কীভাবে কিনতে হবে?
ভারতীয় ব্যবহারকারীরা তাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI-র মতো স্থানীয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে সরাসরি ওপেনএআই’র ওয়েবসাইটে গিয়ে (chat.openai.com) এই সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
বাংলাদেশি ব্যবহারকারীদের কী হবে?
ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশে তাদের পেইড সার্ভিস চালু করেনি। তবে, বাংলাদেশিরা ভিপিএন এবং বিদেশি পেমেন্ট মেথড (যেমন বৈদেশিক কার্ড) ব্যবহার করে ইতিমধ্যেই চ্যাটজিপিটি প্লাস এর সদস্য হচ্ছেন। ভারতের মতো প্রতিবেশী দেশে এই সাশ্রয়ী মূল্যের প্যাকেজ চালু হওয়ায় এশিয়া অঞ্চলে এআই প্রযুক্তির প্রসারে আরও গতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশেও দ্রুত এই সেবা চালু হওয়ার প্রত্যাশা করছেন দেশের প্রযুক্তিপ্রেমীরা।
ওপেনএআই ‘র এই সিদ্ধান্তকে ভারতের মতো বিশাল ডিজিটাল বাজারে এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে প্রযুক্তি বিষেশজ্ঞরা। এটি শিক্ষার্থী, পেশাজীবী, ডেভেলপার এবং কোম্পানিগুলোর জন্য এআই-এর সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন