টেকসিঁড়ি রিপোর্টঃ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জিমেইলে বড় ধরনের ডেটা লঙ্ঘনের (major data breach) খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেছে গুগল। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, তাদের ইমেল সেবার নিরাপত্তা ব্যবস্থা ‘শক্তিশালী ও কার্যকর’ রয়েছে।
গত সপ্তাহে, বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, গুগল জিমেইলের ২.৫ বিলিয়ন ব্যবহারকারীকে একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কতা পাঠিয়েছে এবং তাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলেছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এ বিষয়ে গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, “জিমেইলের সুরক্ষা শক্তিশালী ও কার্যকর। সম্প্রতি কিছু ভুল খবর ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে আমরা জিমেইল ব্যবহারকারীদের একটি বড় নিরাপত্তা সমস্যা সম্পর্কে ব্যাপক সতর্কবার্তা জারি করেছি। এটি সম্পূর্ণরূপে মিথ্যা।”
গুগল আরও বলেছে যে, তারা প্রতিদিন ৯৯.৯% এর বেশি ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণকে ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছানোর আগেই প্রতিরোধ করে। কোম্পানিটি তাদের ব্যবহারকারীদেরকে পাসওয়ার্ডের পরিবর্তে ‘পাসকি’ ব্যবহারের পাশাপাশি ফিশিং আক্রমণ সম্পর্কে সচেতন থাকতে এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে উৎসাহিত করেছে।