টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর জাতীয় পর্ব আয়োজিত হতে যাচ্ছে।
ঢাকার গ্রীনরোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিচ্ছে রোবটিকস কুইজ ক্যাটাগরি ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে।
রিপোর্টিং টাইম অনুযায়ী শিক্ষার্থীরা ভেন্যুতে এসে প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিযোগিতায় অংশ নেবার আগে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে দেয়া এই ক্যাটাগরির রুলবুক অবশ্যই ভালো করে পড়ে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যেতে হবে।
ভেন্যুতে আসার সময় অবশ্যই নিজেদের দলের এডমিট প্রিন্ট করে নিয়ে যেতে হবে । সেটি ভেরিফাই করে ভেন্যুতে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা চলাকালীন অবস্থায় অভিভাবকদের ভেন্যুতে প্রবেশ করার সুযোগ নেই।
১৩ সেপ্টেম্বর এই ক্যাটাগরির প্রতিযোগিতা শেষ হবার পর থাকবে রোবটিক্স নিয়ে সেমিনার ও আরও আয়োজন।এদিন বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।