১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর একটি প্রতিনিধিদল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-এর সাথে তাঁর কার্যালয়ে দেখা করেন এবং সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিএসআইএ সভাপতি এম. এ. জব্বারের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক জনাব কামরুল আহসান দেওয়ানজি এবং জনাব আশিকুর রহমান তানিম। এছাড়াও বিডার ব্যবসা উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি এবং সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক জোহারি বিন আখতারও বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক বৈঠকে বিএসআইএ-এর পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যানের নিকট একটি লিখিত প্রস্তাব হস্তান্তর করা হয়। প্রস্তাবে মূলত উল্লেখ করা হয়:

জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো আয়োজন;  প্রবাসী বাংলাদেশিদের সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান;  সেমিকন্ডাক্টর টাস্কফোর্স সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন; সেমিকন্ডাক্টর সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা;  জাতীয় সেমিকন্ডাক্টর আইন প্রণয়ন; এবং সর্বোপরি বিডা কর্তৃক বিএসআইএ-কে ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদান।

বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বৈঠকে তাঁর মতামত প্রকাশ করেন।
তিনি সুপারিশমালার অ্যাকশন আইটেমসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি বিএসআইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, সেমিকন্ডাক্টর খাতের জন্য ইতোমধ্যে বিডাতে একজন সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএসআইএ নেতৃবৃন্দকে নিয়মিতভাবে তাঁর সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে এসব উদ্যোগ বাস্তবায়ন সহজ হয়।

Related posts

৪ ক্যাটাগরিতে ২৫ হাজার দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করা হবে : পলক

Tahmina

২১তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ৪ দল

Tahmina

বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি হারায় পোশাক ও ছাতা

Samiul Suman

Leave a Comment