টেকসিঁড়ি রিপোর্ট: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলফা নেট-এর উদ্যোগে “Career Development Program – 2025” শীর্ষক সেমিনার আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ শামীম আহসান পারভেজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র থেকে আগত প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞ জনাব আবু সুফিয়ান হায়দার এবং আলফা নেট-এর সিইও জনাব মো: একরামুল হায়দার। সেমিনারের সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শামীম আহমেদ।
প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপনে জনাব আবু সুফিয়ান হায়দার তথ্যপ্রযুক্তির সম্ভাবনাময় সেক্টর, ক্যারিয়ার গড়ার কৌশল এবং শিক্ষার্থীদের প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন। অন্যদিকে, আলফা নেট-এর সিইও জনাব মো: একরামুল হায়দার সফল ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় মানসিক ও পেশাগত প্রস্তুতি, প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও এ ধরনের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে প্রশাসন।