টেকসিঁড়ি রিপোর্ট : স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারো বাংলাদেশে তাদের আইকনিক ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। রিয়েলমি ১৫ সিরিজে এবারের মূল আকর্ষণ প্রো ভার্সন এবং এআই জিনি ফিচার।
ক্রেতাদের বহুল প্রত্যাশিত লেজেন্ডারি প্রো এডিশন ফোনটি ফিরে আসছে আগের চেয়ে আরো হালকা ও বোল্ডভাবে-এআই পার্টি ফোন হিসেবে । নতুন প্রজন্মের জন্য ডিজাইন করা রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই পাওয়ার্ড ফিচার, অসাধারন ক্যামেরা এবং দুর্দান্ত পারফরম্যান্সের ক্ষমতা।
স্মার্টফোনের ব্যবহারকারীদের জন্য থাকছে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ ‘’এআই জিনি’’। এর সাহায্যে ব্যবহারকারীরা ফটোগ্রাফি থেকে শুরু করে প্রতিদিনের কাজগুলো করতে পারবেন অধিকতর দ্রুত ও স্মার্ট উপায়ে ।
ফ্ল্যাগশিপ নাম্বারের সিরিজটিতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০, যা ব্যবহারকারীদের সিংগেল ট্যাপে ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে। পাশাপাশি কম আলোর ফটোতে ব্রাইটনেস ও শার্পনেস বাড়াতে থাকছে এআই নাইটস্কেপ এবং এআই পার্টি মোড কালার ফিচার।
জানা গেছে, রিয়েলমি ১৫ সিরিজ ভিন্ন ভিন্ন মার্কেট সেগমেন্টের জন্য একাধিক ভার্সনে লঞ্চ হবে। ফলে পূর্বের তুলনায় ক্রেতারা পাবে বেশি চয়েসের সাথে বেশি স্টাইল। অ্যামোলেড ডিসপ্লে ও এআই ড্রাইভেন ফিচারের এই সিরিজ তরুণ স্মার্টফোন প্রেমীদের জন্য তৈরি করতে যাচ্ছে এক নতুন স্ট্যান্ডার্ড।