টেকসিঁড়ি রিপোর্ট : ৯ অক্টোবর , বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী “২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট ২০২৫”।
৯ তারিখ থেকে শুরু হয়ে ১১ অক্টোবর এই আয়োজন চলবে সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৬ টা অব্দি। প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (DRMC) ম্যাথ ক্লাব আবারো এই জাতীয় পর্যায়ের আয়োজন করছে।
এবার এই আয়োজনের সাথে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো তথ্যপ্রযুক্তি বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম টেকসিঁড়ি ডট কম।
এবারের স্লোগান “Continuing the Legacy, Reaching New Heights” ।
গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান, জ্যামিতি, অ্যাস্ট্রোনমি, ক্যালকুলাস ও বিভিন্ন ব্রেইন গেমসের পাশাপাশি থাকবে কুইজ, প্রজেক্ট ডিসপ্লে, ট্রেজার হান্ট, মজার গেমিং প্রতিযোগিতা, আর্ট–ফটোগ্রাফি–ডিজিটাল ইলাস্ট্রেশনসহ আরও নানা চমকপ্রদ আয়োজন।
এবারের সামিটের বিশেষ দিকসমূহ :
অলিম্পিয়াড সিরিজ : গণিত, পদার্থবিজ্ঞান, জ্যামিতি, অ্যাস্ট্রোনমি, ক্যালকুলাস এবং আইকিউ টেস্ট। ব্রেইন গেমস : দাবা, সুডোকু, স্পিড কিউবিং, ক্রসওয়ার্ড।
স্পেশাল কনটেস্ট : স্পিড ম্যাথ, হিউম্যান ক্যালকুলেটর, ইন্টেগ্রাল ব্যাটল।
কুইজ : সলো কুইজ, মেগা কুইজ, অ্যানিমে কুইজ।
স্পেশাল ইভেন্ট : ট্রেজার হান্ট, ম্যাথ আর্ট, টাইম ট্রাভেলিং কুইজ।
ডিসপ্লে ও প্রদর্শনী : প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, ডিজিটাল ইলাস্ট্রেশন, স্ক্র্যাপবুক প্রদর্শনী, ম্যাথ ফটোগ্রাফি।
অনলাইন সাবমিশন : ম্যাথ আর্টিকেল, ম্যাথ ইন মোশন, ম্যাথ মিম, কনসেপ্ট এক্সপ্লেইনিং।
গেমিং: ফিফা, মাইনক্রাফট প্রতিযোগিতা।
অংশগ্রহণ ও নিয়মাবলি:
বেশিরভাগ ইভেন্টে কোনো রেজিস্ট্রেশন ফি নেই, তবে কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ ফি প্রযোজ্য।
অংশগ্রহণকারীরা প্রাইমারি (৩–৫), জুনিয়র (৬–৮), সেকেন্ডারি (৯–১০), হায়ার সেকেন্ডারি (১১–১২) এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। সকল প্রতিযোগিতায় স্বচ্ছতা, সুষ্ঠুতা ও নিয়মের প্রতি সম্মান বজায় রাখা হবে বলে জানানো হয়েছে । বিস্তারিত জানতে ভিজিট করতে হবে, https://www.facebook.com/drmcmathclub
আরও পড়ুন