টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের টেলিকম খাতে আরও উন্নত ও বিস্তৃত সংযোগ নিশ্চিত করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো বাংলাদেশ। সম্প্রতি এই তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় টাওয়ার অবকাঠামো ব্যবহারে সহযোগিতা করবে ইডটকো, যার মাধ্যমে গ্রামীণফোন ও টেলিটক তাদের নেটওয়ার্ক কভারেজ সারাদেশে আরও সম্প্রসারণ করতে পারবে। একই অবকাঠামো ব্যবহার করার ফলে কোম্পানি দুটির পরিচালন ব্যয় কমবে, নেটওয়ার্ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং কোটি কোটি গ্রাহক আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা পাবেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন,
“গ্রাহকই আমাদের প্রতিটি কার্যক্রমের মূল চালিকা শক্তি। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারব এবং সারাদেশে নিরবচ্ছিন্ন, শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সক্ষম হবো।”
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন,
“রাষ্ট্রীয় অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও সাশ্রয়ী মূল্যে সেবা পৌঁছে দেওয়া। ইডটকো ও গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা আমাদের সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে নেবে।”
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন,
“আমরা অপারেটরদের জন্য টেকসই ও উদ্ভাবনী সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি দেশের টেলিকম অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় আমরা আরও বড় ভূমিকা রাখতে পারব।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী, এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক। এছাড়াও তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস. এম. লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকোর কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনান।
এই ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশের টেলিকম খাতে ডিজিটাল অন্তর্ভুক্তি ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যার লক্ষ্য একটি আরও সংযুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।