টেকসিঁড়ি রিপোর্ট : দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরি করে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে বি-টপসি (বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার) সেমিনার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ঢাকার আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (জাইকা-বিসিসি-বেসিস টিসিপি)’ প্রকল্পের অংশ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জাপানের ৩জন বিশিষ্ট অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফোরম্যাটিক্স (এনআইআই)-এর অধ্যাপক এবং টপসি প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ড. হোনিদেন শিনইচি, টোকিওর ইন্সটিউট অব সায়েন্স এর সহযোগী অধ্যাপক ড. তেই কেনজি এবং এনআইআই -এ বিশেষভাবে নিযুক্ত সহযোগী অধ্যাপক ড. দোই তাকুও সেমিনারে বক্তব্য রাখেন।
এ সেমিনারটি বাংলাদেশ ও জাপানের অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও আইসিটি মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি আনার পাশাপাশি একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম, সংক্ষেপে বি-টপসি মূলত জাপানের এনআইআই কর্তৃক তৈরি বিখ্যাত টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রামের (টপসি) মত করে গড়ে তোলা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরি করা, যারা ‘সুপার আর্কিটেক্ট’ হিসেবে বৃহৎ ও জটিল সফটওয়্যার প্রকল্পের নেতৃত্ব দিতে পারবেন। শিল্পমুখী ও ব্যবহারিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রোগ্রামটি বাংলাদেশের আইসিটি খাতে উদ্ভাবন ও প্রতিযোগিতা বৃদ্ধিতে অবদান রাখবে।
সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন জাইকার বিশেষজ্ঞ ও জাইকা-বিসিসি-বেসিস টিসিপি প্রকল্পের প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো।
মূল বক্তব্য উপস্থাপন করেন ড. হোনিদেন, ড. তেই এবং ড. দোই। বক্তব্যে তারা সফটওয়্যার প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ ও এ প্রোগ্রামের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে, জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন তাকাহাশি নাওকি এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি ।
সকলেই তাদের বক্তব্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন এবং মধ্য ও উচ্চ পর্যায়ের আইসিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপ্তি টানেন বিসিসির বিডি-আইটেক-এর পরিচালক ও জাইকা-বিসিসি-বেসিস টিসিপি প্রকল্পের পরিচালক মো. গোলাম সারোয়ার।
জাইকা-বিসিসি-বেসিস টিসিপি প্রকল্প বাংলাদেশের আইসিটি খাতে উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে দক্ষ আইসিটি প্রকৌশলী তৈরির লক্ষ্যে কাজ করছে।
বি-টপসি উদ্যোগের সাফল্যের ওপর ভিত্তি করে জাইকা, বিসিসি, বেসিস ও এনআইআই যৌথভাবে তাদের অংশীদারিত্ব আরও সম্প্রসারণের পরিকল্পনা করেছে যেন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পায় এবং দেশজুড়ে মানসম্মত আইসিটি শিক্ষার পরিসর বিস্তৃত হয়।

