টেকসিঁড়ি রিপোর্ট : ৩ দিনব্যাপী ২০তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ( বিআইজিএফ ) সম্মেলন শুরু হচ্ছে ৩০ অক্টোবর থেকে । রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এই সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ১ নভেম্বর, শনিবার পর্যন্ত।
অ্যাম্বার আইটি এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় সম্মেলন শুরু হবে ৩০ অক্টোবর বেলা আড়াইটায়। রেজিস্টেশন এর মধ্য দিয়ে শুরু হয়ে বেলা ৩ টায় শুরু হবে প্রথম সেশন , বিষয় Conference Newcomers Orientation Various Fellowship Opportunities। এক ঘন্টার সেশন শেষে Building Digital Governance in Bangladesh উদ্বোধন অনুষ্ঠিত হবে।
৩১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় শুরু হবে ২য় দিনের আয়োজন। সারাদিন বিভিন্ন টপিকে সেশন চলবে বিকাল ৬ টা অব্দি । কিছু টপিক হলো, Empowering Youth Voices For Secured Digital Future: Global South Perspective , Bridging the AI & Digital Divide: Inclusive ICT Policies for Sustainable Development, Digital Empowerment of Farmers: Creating Trust, Access and Inclusive Governance in Agriculture।
শনিবার , ১ নভেম্বর ৩য় দিনের মতো দিন ব্যাপী চলবে বিভিন্ন সেশন । সেদিন যা যা সেশন নেয়া হবে তা হলো, Smart Kids, Safe Internet: Building the Future Together, Combating Technology-Facilitated Gender Based Violence (TFGBV)um, The Cyber Security Act and Freedom of Expression: Finding a Balanced Path, Media and Digital Trust: Safeguarding Public Confidence in the Age of Disinformation, Bangladesh Context: Building Digital Governance in the Global South।
নিরাপদ ইন্টারনেট নিয়ে করা ২০তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সম্মেলন শেষ হবে সন্ধ্যা ৬ টায়।

