টেকসিঁড়ি রিপোর্ট : গুগল সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছে ৫ দিনের একটি বিশেষ অনলাইন কোর্স. “Google AI Agents Intensive Course” এই কোর্সে অংশগ্রহণকারীরা AI Agents তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি হাতে-কলমে শিখতে পারবেন।
এই কোর্সটি চলবে ১০ নভেম্বর থেক ১৪ নভেম্বর ২০২৫ (সোম থেকে শুক্র) পর্যন্ত এবং এটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। ইতোমধ্যে গত কয়েক মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৪,২০,০০০+ এরও বেশি মানুষ এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন।
যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কাজ করতে আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করবেন তা নিয়ে দ্বিধায় ভুগছেন, তাদের জন্য এই খবর।
কোর্সে কি কি শিখানো হবে ?
এই ৫ দিনের কোর্সে AI Agents-এর প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রোডাকশন-রেডি এজেন্ট তৈরি পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ধাপে ধাপে শেখানো হবে:
Day 1: এজেন্টস কী, কেন দরকার এবং Agentic Architecture সম্পর্কে পরিচিতি।
Day 2: Agent Tools এবং MCP (Model Context Protocol) ব্যবহার করে সিস্টেম ইন্টারঅ্যাকশন।
Day 3: Context Engineering, Sessions ও Memory – কীভাবে এজেন্টের মনে রাখার ক্ষমতা তৈরি করতে হয়।
Day 4: Observability, Logging, Evaluation – কীভাবে এজেন্টের গুণগত মান নিশ্চিত করা যায়।
Day 5: প্রোটোটাইপ থেকে Production-ready Agent তৈরি এবং স্কেলিং।
কিভাবে রেজিষ্ট্রেশন করবেন ?
এই ইন্টেন্সিভ কোর্সে রেজিস্ট্রেশন করতে আগ্রহীগণকে এই লিংকে (https://rsvp.withgoogle.com/events/google-ai-agents-intensive_2025/home?fbclid=IwY2xjawNv66tleHRuA2FlcQIxMABicmlkETFCVVZDVThnNm8yZWdFa0xvAR768afXvmgGMdOimdFXHsBWrm51dqcALdnsixjEUNTWgngjEwNMUboqy3kh6g_aem_3HRj0egNUge1B95TIl0nVQ) ভিজিট করতে পারেন।
গুগল এর মেশিন লার্নিং গবেষক এবং ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন করা এই কোর্সটি অংশগ্রহণকারীদের এআই এজেন্ট তৈরি করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাহায্য করবে। আরও তথ্যের জন্য আপনি দেখতে পারেন Google Launched Free 5-Days Online Course With Free Swags | Google AI Agents Free Course 2025। এই ভিডিওটিতে পাবেন গুগলের এই ফ্রি ৫ দিনের এআই এজেন্টস কোর্সের বিস্তারিত আলোচনা।

