টেকসিঁড়ি রিপোর্ট : ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ অংশ নিচ্ছে বাংলাদেশ দল। জেএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ( ZUMS) এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
তারা International Innovation World Cup 2026-এর জাতীয় পর্যায়ে Environmental Science ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জন করে বাংলাদেশের হয়ে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
উদ্ভাবনী প্রজেক্ট “SolarShield” একটি IoT-নির্ভর স্মার্ট সোলার প্যানেল কুলিং ও ক্লিনিং সিস্টেম, যা সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৮% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। এই প্রযুক্তি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ZNRF University Incubation Center, যা নিয়মিতভাবে তরুণ উদ্ভাবকদের প্রজেক্ট উন্নয়ন, প্রোটোটাইপ তৈরি, এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করে আসছে।
ইনকিউবেশন সেন্টারের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, আব্দুল্লা আল আরাফ বলেন— “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য বাংলাদেশের উদ্ভাবনী তরুণ প্রজন্মের সম্ভাবনার প্রতিফলন। ZUMS সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানমূলক প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রাণিত করতে। আমরা বিশ্বাস করি, SolarShield বিশ্বব্যাপী সোলার এনার্জি ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করবে।”
ZNRF University-এর এই অর্জন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যা তরুণ উদ্ভাবকদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে এবং দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

