টেকসিঁড়ি রিপোর্ট : শেষ হলো ২ দিনব্যাপী বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত স্টেম কর্মশালা।
গত ১০ এবং ১১ নভেম্বর, সোমবার ও মঙ্গলবার ছিলো নওগাঁ’র পত্নীতলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনের স্টেম কর্মশালা। দুই দিন জুড়ে জমজমাট আয়োজন, ছিলো বিজ্ঞান, গণিত, রোবটিক্স ও প্রোগ্রামিংয়ের নানা আকর্ষণীয় সেশন ও হাতে-কলমে এক্টিভিটি।
শিক্ষার্থীরা সরাসরি রোবট, ড্রোন, মাইক্রোস্কোপসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে শেখার সুযোগ পেয়েছে। শিক্ষকরা পেয়েছেন নতুন শিক্ষণপদ্ধতি ও বিজ্ঞানচর্চাকে আরও প্রাণবন্ত করার নানা ধারণা। দুই দিনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নিয়েছেন উৎসাহভরা এই আয়োজনে। দুদিনের কর্মশালা জুড়েই ছিলো প্রাণবন্ত অংশগ্রহণ, হাসি, কৌতূহল আর শেখার আগ্রহ।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) এর সহোযোগিতায় এই পুরো আয়োজনটি পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজন করে।

