টেকসিঁড়ি রিপোর্ট : ফেসবুকে Message Request (মেসেজ রিকোয়েস্ট) অপশনটি পুরোপুরি বন্ধ করা যায় না, তবে আপনি আপনার Privacy Settings (গোপনীয়তা সেটিংস) পরিবর্তন করে ফ্রেন্ড লিস্টের বাইরের কারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারেন।
মূলত আপনাকে “অন্যান্য লোক” এবং “বন্ধুদের বন্ধু” (Friends of Friends) ক্যাটাগরির জন্য মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ করতে হবে।
এ প্রসংগে সাইবার ৭১, উই ওয়ার্ক টু প্রটেক্ট টু বাংলাদেশের এডমিনিস্ট্রেটর আব্দুল্লাহ আল জাবের ফেসবুকে লিখেছেন, ‘ফেইসবুকে নতুন একটি চক্র সক্রিয় হয়েছে তারা কিছু উল্টো পাল্টা গ্রুপ চ্যাটে আপনার একাউন্ট সংযুক্ত করবে। আপনি যদি সেটা ওপেন করেন কিংবা সিন করেন অথবা লিভ নেন সাথে সাথে আপনার একাউন্টটি ডিজেবল হয়ে যাবে। আবার সেইখানকার Spam লিংক গুলোর কারণে আপনার একাউন্ট থেকে আটোম্যাটিক আপনার বন্ধু তালিকায় থাকা মানুষের কাছে মেসেজ যেতে থাকবে।
তিনি সবাইকে এই বিষয়টি থেকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন। সম্ভব হলে আপনার একাউন্টের Message Request অপশনটি বন্ধ করে রাখতে পারেন সাময়িক ভাবে। ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি মিডিয়াকে তথ্য দিয়েছি বিষয়টি নিয়ে তারা মেটাকে অবগত করার জন্য ইমেইল পাঠিয়েছে। আবার আমাদের পাশ থেকেও ইমেইল করা হয়েছে মেটাকে বিষয়টি সমাধান করার জন্য।’
মোবাইল অ্যাপ (Messenger) থেকে এটি করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে বন্ধ করার ধাপ:
১. মেসেঞ্জার অ্যাপ খুলুন: আপনার ফোনে Facebook Messenger অ্যাপটি খুলুন।
২. প্রোফাইল ছবিতে ট্যাপ করুন: স্ক্রিনের উপরের বাম কোণে আপনার প্রোফাইল ছবি বা আইকনে ট্যাপ করুন।
৩. প্রাইভেসি সেটিংসে যান: মেনু থেকে নিচে স্ক্রল করে “Privacy and Safety” (গোপনীয়তা ও নিরাপত্তা) অপশনটিতে ট্যাপ করুন।
৪. মেসেজ ডেলিভারি: এবার “Message delivery” (মেসেজ ডেলিভারি) অপশনটিতে ট্যাপ করুন।
৫. ক্যাটাগরিগুলো পরিবর্তন করুন: এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন। আপনাকে প্রধানত দুটি ক্যাটাগরির সেটিং পরিবর্তন করতে হবে:
"Friends of Friends on Facebook" (ফেসবুকে বন্ধুদের বন্ধু)
এটিতে ট্যাপ করে, ডেলিভারি অপশনটি **"Don't receive requests"** (রিকোয়েস্ট গ্রহণ করবেন না) নির্বাচন করুন।
"Others on Facebook" (ফেসবুকে অন্যান্য লোক)
এটিতে ট্যাপ করে, ডেলিভারি অপশনটি **"Don't receive requests"** (রিকোয়েস্ট গ্রহণ করবেন না) নির্বাচন করুন।
৬. পরিবর্তন নিশ্চিত করুন: আপনি যখনই “Don’t receive requests” নির্বাচন করবেন, তখন পরিবর্তনটি স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে।
এই সেটিংসগুলো পরিবর্তন করার পর, ফ্রেন্ড লিস্টের বাইরের বেশিরভাগ অচেনা লোক আপনাকে আর মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তাদের পাঠানো মেসেজগুলো আপনার ইনবক্স বা রিকোয়েস্ট ফোল্ডারে না এসে ‘স্প্যাম’ ফোল্ডারে চলে যাবে এবং আপনি কোনো নোটিফিকেশন পাবেন না।

