টেকসিঁড়ি রিপোর্টঃ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB) দেশের প্রথম ট্রানজিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ (TART) উদ্বোধন করেছে , যা বাংলাদেশের রেডিও অ্যাস্ট্রোনমি ইনস্ট্রুমেন্টেশন যাত্রায় এক নতুন মাইলফলক । আইইউবি’র একাডেমিক ভবনের ছাদে স্থাপিত এই টেলিস্কোপটি ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রথমবারের মতো মহাকাশ থেকে রেডিও সিগন্যাল শনাক্ত করতে সক্ষম হয়।
এটি শুধু বাংলাদেশের প্রথম TART-ই নয়; বরং সমগ্র উত্তর গোলার্ধে (Northern Hemisphere) এ ধরণের একমাত্র টেলিস্কোপ। এর সফল উদ্বোধন বাংলাদেশের নিজস্ব রেডিও জ্যোতির্বিদ্যা যন্ত্রপাতি নির্মাণ সক্ষমতার সূচনা নির্দেশ করে। এই “শুরু”—কে প্রতীকীভাবে তুলে ধরতে টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে START, অর্থাৎ “small TART”।
আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (CASSA)-এর উদ্যোগে টেলিস্কোপটির অ্যারে কাঠামো সম্পূর্ণভাবে ডিজাইন ও নির্মাণ করা হয়েছে আইইউবির নিজস্ব ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি (Fab Lab IUB)-এ। প্রকল্পটির আর্থিক সহায়তা দিয়েছে আইইউবির ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেস। টেলিস্কোপের অ্যান্টেনা ও ইলেকট্রনিক উপাদানগুলোও স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে, যা দেশের মহাকাশ গবেষণার সক্ষমতা বৃদ্ধির পথকে আরও এগিয়ে নেবে বলে গবেষকরা আশা করছেন।


