টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১৮ ডিসেম্বর থেকে সম্পূর্ণ দেশীয় প্রকৌশলীদের তৈরি ‘কোর ব্যাংকিং সফটওয়্যার’ (বিসিবিআইসিএস) চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকে । এই ঘটনাকে বাংলাদেশের আর্থিক খাতের ‘প্রকৃত স্বাধীনতা’ বা ‘সাইবার সভরেইন্টি রিকভার’’ হিসেবে দেখছে অনেকেই ।
আইসিটি বিভাগের ইয়াং টেকনোলজি এক্সপার্টদের তৈরি নতুন সফটওয়্যারটি গত ৮ ডিসেম্বর চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
১৮ ডিসেম্বর এটি চালু হলে যা পাবো :
অর্থ সাশ্রয় : বছরে শত কোটি টাকার অপচয় বন্ধ হবে এবং মেইনটেন্যান্স খরচ প্রায় ৭০ শতাংশ কমে যাবে.
ডাটা সিকিউরিটি : দেশের আর্থিক তথ্যের ওপর পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। ইন্ডিয়ান নজরদারির সুযোগ আর থাকবে না।
ডিসিশন মেকিংয়ের স্বাধীনতা : আগে পলিসি বা সিস্টেমের ছোটখাটো পরিবর্তনের জন্যও ভারতের অনুমতির প্রয়োজন হতো, এখন ব্যাংক নিজেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।


