টেকসিঁড়ি রিপোর্ট : অবরুদ্ধ গাজায় ইজরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে চিকিৎসাকাঠামো প্রায় বিলীন। তবে প্রতিকূল পরিস্থিতির মাঝেও গাজার চিকিৎসকরা ফিলিস্তিনিদের চূর্ণ-বিচূর্ণ হাত-পা বিচ্ছিন্ন হওয়া (অ্যাম্পুটেশন) থেকে বাঁচাতে এক উদ্ভাবনী পথ খুঁজে বের করেছেন।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালগুলো যখন অচল হওয়ার উপক্রম, তখন সেখানকার সম্পদশালী ও উদ্ভাবনী চিকিৎসকরা সূর্যের আলোকে ব্যবহার করে থ্রিডি (3D) প্রিন্টার চালাচ্ছেন। এই প্রিন্টারের মাধ্যমে এমন সব চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হচ্ছে যা ইজরায়েলি বোমা হামলায় সাধারণ ঘটনায় পরিণত হওয়া জটিল ফ্র্যাকচার বা হাড় ভাঙার চিকিৎসায় ব্যবহৃত হয়।
গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালের অর্থোপেডিক সার্জন এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. ফাদেল নাঈম আল জাজিরাকে জানান, তারা থ্রিডি প্রিন্টেড যন্ত্রাংশ ব্যবহার করে ‘এক্সটার্নাল ফিক্সেটর’ (External Fixator) তৈরি করছেন। এগুলো রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য সস্তা উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে, যা চূর্ণ হওয়া হাড়কে সাপোর্ট দিতে সক্ষম।
ড. নাঈম থ্রিডি যন্ত্রাংশ, ধাতব রড এবং নাট-বোল্ট ব্যবহার করে কীভাবে নামমাত্র খরচে এই সরঞ্জামগুলো অ্যাসেম্বল করা হয় তা প্রদর্শন করে বলেন, “এই যুদ্ধে আমরা যে ধরনের হাড় ভাঙার রোগী পাচ্ছি, সেগুলো এতটাই জটিল যে এই এক্সটার্নাল ফিক্সেটরই তাদের জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা।”
গাজার এই উদ্ভাবনী উদ্যোগে নেতৃত্ব দিতে ড. নাঈম চিকিৎসা সহায়তা সংস্থা ‘গ্লিয়া’র (Glia) সাথে কাজ করেছেন। একটি ওপেন-সোর্স ডিজাইন ব্যবহার করে তারা এমন ফিক্সেটর তৈরি করেছেন যার বাজারমূল্য সাধারণত ৫০০ ডলারের বেশি। সৌরশক্তি ব্যবহারের ফলে এর উৎপাদনেও কোনো সীমাবদ্ধতা নেই।
আল জাজিরা জাকারিয়া নামের এক রোগীর সাথে দেখা করেছে, যার পা বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে গেছে এই স্থানীয়ভাবে তৈরি ফিক্সেটরের কল্যাণে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত হয়ে দির আল-বালাহতে আশ্রয় নেওয়া জাকারিয়া ছিলেন এই ডিভাইসের মাধ্যমে চিকিৎসা পাওয়া প্রথম রোগী। ইজরায়েলি হামলায় স্প্লিন্টারের আঘাতে তার পা চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।
নিজের তাবুতে বসে জাকারিয়া বলেন, “আমি আগস্ট মাসে আহত হই এবং কোনো চিকিৎসা সেবা ছাড়াই আমাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পর তারা আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং আমার পা ঠিক করতে একটি নতুন যন্ত্র ব্যবহার করেন। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, এটি ফিলিস্তিনিদের তৈরি একটি যন্ত্র।”
প্রযুক্তিটিতে বিদ্যুৎ সংকটের কারণে সৌরশক্তি চালিত থ্রি ডি প্রিন্টার (3D Printer) ব্যবহার হয়। ৫০০ ডলারের যন্ত্র রিসাইকেল করা সস্তা সরঞ্জাম দিয়ে তৈরি এবং ইজরায়েলি হামলায় মারাত্মক আহতদের হাত-পা কেটে ফেলা (Amputation) থেকে রক্ষা করা যায়।


