টেকসিঁড়ি রিপোর্ট : ৫টি ডায়মন্ড সহ মোট ১৮ টি পদক অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ১৯ থেকে ২২ ডিসেম্বর’২৫ গ্লোবাল লিগ অব উইনার্স আয়োজিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় জাপানের ওসাকা শহরে। ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ফর সাউথইস্ট এশিয়া এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ফর সাউথইস্ট এশিয়া–এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করে বাংলাদেশের শিক্ষার্থীরা মোট ১৮টি পদক অর্জন করেছে।
এর মধ্যে ৫টি ডায়মন্ড, ২টি গোল্ড, ৬টি সিলভার এবং ৫টি ব্রোঞ্জ পদক রয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী পারফেক্ট স্কোরার হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় ডায়মন্ড পদক অর্জন করেছে: অর্ণব রঞ্জন পাল, আবদুল কাইয়ুম, মোহাম্মদ যারিফুল আবরার, আসিল আল জাওয়াদ এবং মানজুর আরুশ আহসান।
গোল্ড পদক অর্জন করেছে: এস কে নাফেউন ইসলাম এবং নওশিন সাইয়ারা সাহরিন।
সিলভার পদক অর্জন করেছে: ফাতিমা বিনতে খালেদ, সাজদাহ সাজমিন নুহা, মোহাম্মদ আজান ইবনে ইয়াদনান রাফান, ঐশী দাস, সাইয়েদ তাযরিয়ান আনাফ এবং নুসাইবা নূর জুনাইনাহ।
ব্রোঞ্জ পদক অর্জন করেছে: দেওয়ান মোহাম্মদ সুনান, নুসাইবা নূর জুনাইনাহ, সুনির্মল দাস, মিরসাব হক খান এবং মোহাম্মদ আসিল আল জারিফ।
উল্লেখযোগ্য বিষয় হলো, এসব শিক্ষার্থী বাংলাদেশ থেকেই অনলাইনে আয়োজিত ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করে সফলভাবে কোয়ালিফাই করে আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চেয়ারম্যান মোঃ তানভীরুল হক বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যে মেধা, যোগ্যতা ও সক্ষমতা ধারণ করে তার প্রমাণ আজ আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হলো। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পুরস্কারই জিতে আসছে না, বরং তারা হয়ে উঠছে ভবিষ্যতের বিশ্বনেতা, বিজ্ঞানমনস্ক প্রজন্ম এবং আত্মবিশ্বাসী নাগরিক।


