টেকসিঁড়ি রিপোর্ট : জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ ডুওলিংগো (Duolingo) আইফোনের একটি বিশেষ ফিচার ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে। এই ঘটনাটি অ্যাপল-এর ডিজাইন এবং গোপনীয়তা নীতিমালা লঙ্ঘনের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে বর্তমানে টেক দুনিয়ায় বেশ সমালোচনা চলছে।
আইফোন ১৪ প্রো এবং পরবর্তী মডেলগুলোতে ডাইনামিক আইল্যান্ড (Dynamic Island) এবং লক স্ক্রিনে লাইভ অ্যাক্টিভিটি (Live Activity) নামে একটি ফিচার রয়েছে। এটি মূলত তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা কোনো চলমান কাজ (যেমন: ফুটবল স্কোর, উবারের লোকেশন বা মিউজিক প্লেয়ার) দ্রুত দেখতে পারেন।
কিন্তু রেডডিট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, ডুওলিংগো এই ফিচারটিকে তাদের পেইড সাবস্ক্রিপশন “Super Duolingo”-এর বিজ্ঞাপন দেওয়ার কাজে ব্যবহার করছে। ব্যবহারকারীরা কোনো কিছু না করা সত্ত্বেও তাদের লক স্ক্রিন এবং ডাইনামিক আইল্যান্ডে ডুওলিংগোর অফার বা বিজ্ঞাপন ভেসে উঠছে। অনেক ব্যবহারকারী এটিকে “যন্ত্রণাদায়ক” এবং “অনধিকার প্রবেশ” বলে অভিহিত করেছেন।
অ্যাপল তাদের ডেভেলপার গাইডলাইনে স্পষ্ট করে বলেছে যে, ‘লাইভ অ্যাক্টিভিটি’ ফিচারটি কোনোভাবেই বিজ্ঞাপন বা প্রচারণার জন্য ব্যবহার করা যাবে না।
অ্যাপলের নিয়ম অনুযায়ী:
ব্যবহারকারীর বিরক্তি: ডুওলিংগো যেভাবে এই বিজ্ঞাপনটি প্রদর্শন করছে, তা ব্যবহারকারীর ব্যক্তিগত অভিজ্ঞতায় হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন নিষিদ্ধ: লাইভ অ্যাক্টিভিটি শুধুমাত্র ব্যবহারকারীকে চলমান কোনো কাজের তথ্য দেওয়ার জন্য। এখানে কোনো সেলস অফার বা স্প্যাম মেসেজ দেওয়া নিষিদ্ধ।
ডুওলিংগো তাদের আগ্রাসী মার্কেটিং এবং অদ্ভুত সব নোটিফিকেশনের (যেমন তাদের ম্যাসকট ‘ডু’ পাখির কান্নাকাটি বা ভয় দেখানো নোটিফিকেশন) জন্য পরিচিত। সম্ভবত তারা তাদের এই স্বভাবজাত মার্কেটিং কৌশলটি ডাইনামিক আইল্যান্ডেও প্রয়োগ করতে চেয়েছিল, যা অ্যাপল ব্যবহারকারীদের কাছে একেবারেই পছন্দ হয়নি।
অ্যাপল সাধারণত তাদের ডিজাইন গাইডলাইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়। এর আগে অনেক জনপ্রিয় অ্যাপকেও নিয়ম ভাঙার জন্য অ্যাপ স্টোর থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া বা সতর্ক করা হয়েছিল।
যদি ডুওলিংগো দ্রুত এটি বন্ধ না করে, তবে অ্যাপল তাদের এই ফিচারটি ব্যবহার করার সুযোগ ব্লক করে দিতে পারে। আর ব্যবহারকারীরা যদি এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে চান, তবে আইফোনের Settings > Duolingo > Live Activities-এ গিয়ে এই অপশনটি বন্ধ করতে পারেন ।



