টেকসিঁড়ি রিপোর্ট : যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক চাহিদা এবং পণ্য স্বল্পতার কারণে মেটা তাদের বহুল আলোচিত ‘রে-ব্যান ডিসপ্লে’ (Ray-Ban Display) স্মার্ট গ্লাসের আন্তর্জাতিক বাজারে মুক্তি আপাতত স্থগিত করেছে।
মঙ্গলবার, ৬ জানুয়ারি, কোম্পানিটি জানায়, বছরের শুরুতেই যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি এবং কানাডায় এই অগমেন্টেড রিয়ালিটি গ্লাসটি বাজারজাত করার পরিকল্পনা থাকলেও বর্তমানে মার্কিন গ্রাহকদের ক্রয়াদেশ পূরণ করতেই তারা হিমশিম খাচ্ছে। মেটা এই পণ্যটিকে “নিজেদের প্রথম কোনো স্বতন্ত্র উদ্ভাবন” হিসেবে বর্ণনা করে জানিয়েছে যে, বর্তমানে এর মজুদ অত্যন্ত সীমিত।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি উল্লেখ করেছে, গত বছরের শেষ দিকে গ্লাসটি উন্মোচনের পর থেকে ব্যবহারকারীদের মাঝে অভূতপূর্ব আগ্রহ দেখা গেছে, যার ফলে ওয়েটলিস্ট বা অপেক্ষমাণ তালিকা এখন ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে।
এসিওরলাক্সোটিকা (EssilorLuxottica) বা রে-ব্যনের সাথে যৌথভাবে তৈরি এই স্মার্ট গ্লাসটি দিয়ে ছবি তোলা, সরাসরি ভিডিও স্ট্রিম করা এবং এআই (AI) অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা সম্ভব। এই চশমা ব্যবসার ক্রমবর্ধমান সাফল্যের প্রেক্ষিতে গত অক্টোবর মাসেই এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর আশ্বাস দিয়েছিল রে-ব্যান নির্মাতা প্রতিষ্ঠানটি।
এদিকে, লাস ভেগাসে অনুষ্ঠিত বার্ষিক কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এ মেটা তাদের এই গ্লাসের জন্য নতুন কিছু ফিচার এবং ‘মেটা নিউরাল ব্যান্ড’ নামক একটি রিস্টব্যান্ড বা কবজির যন্ত্র উন্মোচন করেছে। নতুন ফিচারের মধ্যে অন্যতম হলো একটি ‘টেলিপম্পটার’ সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্ট গ্লাসের স্ক্রিনেই নোট বা লেখা পড়তে পারবেন এবং হাতের রিস্টব্যান্ড ব্যবহার করে সেই লেখা স্ক্রল বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
এছাড়া মেটা তাদের পথচারী নেভিগেশন সুবিধাটি আরও চারটি শহর—ডেনভার, লাস ভেগাস, পোর্টল্যান্ড এবং সল্টলেক সিটিতে সম্প্রসারিত করার ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্বের মোট ৩২টি শহরে এখন এই বিশেষ নেভিগেশন সুবিধাটি পাওয়া যাবে।



