টেকসিঁড়ি রিপোর্ট : সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের জন্য নতুন ৩টি ফিচার ঘোষণা করেছে। সাধারণত হোয়াটসঅ্যাপ যখন নতুন কোনো বৈশ্বিক আপডেট ঘোষণা করে, তখন সেগুলো পর্যায়ক্রমে সবার ফোনে পৌঁছাতে কয়েক দিন বা সপ্তাহ সময় নিতে পারে।
নতুন এই ফিচারগুলো হলো— মেম্বার ট্যাগস (Member Tags), টেক্সট স্টিকার (Text Stickers) এবং ইভেন্ট রিমাইন্ডার (Event Reminders)।
আপনি আপনার ফোনে এই ফিচারগুলো এখনই সচল আছে কি না বা কীভাবে চালু করবেন, তা নিচের ধাপগুলোর মাধ্যমে দেখে নিতে পারেন:
১. প্লে-স্টোর বা অ্যাপ স্টোর চেক করুন
সবচেয়ে জরুরি কাজ হলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করা।
- অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে Google Play Store-এ যান এবং আইফোন ব্যবহারকারী হলে App Store-এ যান।
- ‘WhatsApp’ লিখে সার্চ দিন। যদি সেখানে ‘Update’ লেখা বাটন দেখতে পান, তবে তাতে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নিন।
২. নতুন ফিচারগুলো যেভাবে ব্যবহার করবেন
- টেক্সট স্টিকার (Text Stickers): কোনো চ্যাট বক্সে গিয়ে কিছু টাইপ করুন। নতুন আপডেট অনুযায়ী, স্টিকার প্যানেলে টাইপ করা লেখাটির একটি স্টিকার সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে। আপনি সেটি সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবেন।
- ইভেন্ট রিমাইন্ডার (Event Reminders): গ্রুপের অ্যাটাচমেন্ট আইকন (Paperclip বা + আইকন) থেকে ‘Event’ অপশনে যান। সেখানে ইভেন্টের নাম ও সময় দেওয়ার পর নিচে রিমাইন্ডার সেট করার অপশন পাবেন (যেমন: ৩০ মিনিট আগে বা ১ ঘণ্টা আগে)।
- মেম্বার ট্যাগস (Member Tags): এটি সাধারণত গ্রুপের প্রোফাইল বা আপনার নিজের প্রোফাইল সেকশন থেকে এডিট করা যাবে। কোনো নির্দিষ্ট গ্রুপে আপনার নামের পাশে কী পরিচয় দেখাবে, তা সেখানে সেট করে দিতে পারবেন।
৩. বেটা (Beta) প্রোগ্রামে যোগ দিন (যদি আপডেট না পান)
যদি সাধারণ আপডেট দেওয়ার পরও ফিচারগুলো না পান, তার মানে আপনার অঞ্চলে এটি এখনো পৌঁছায় নি। সেক্ষেত্রে দ্রুত নতুন সব ফিচার পেতে আপনি WhatsApp Beta প্রোগ্রামে যোগ দিতে পারেন (এটি প্লে-স্টোরে অ্যাপের নিচে ‘Join the beta’ অপশন হিসেবে থাকে)।
ছোট টিপস: আপডেট করার পর যদি ফিচারগুলো না আসে, তবে একবার ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।
আরও পড়ুন


