টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ার পর ইলন মাস্কের এআই কোম্পানি এক্স প্ল্যাটফর্মে গ্রোক-এর বিতর্কিত ইমেজ-জেনারেশন বা ছবি তৈরির সুবিধাটি শুধুমাত্র অর্থপ্রদানকারী গ্রাহকদের (Paying Subscribers) জন্য সীমাবদ্ধ করেছে।
নারী এবং শিশুদের যৌনতাপূর্ণ ও নগ্ন ছবি তৈরির সুযোগ দেওয়ায় টুলটি বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার শিকার হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
শুক্রবার ব্যবহারকারীদের দেওয়া জবাবে গ্রোক জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র এক্স-এর সাবস্ক্রিপশন থাকা ব্যবহারকারীরাই প্ল্যাটফর্মটিতে ছবি তৈরি এবং সম্পাদনা করতে পারবেন। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, এই সীমাবদ্ধতাগুলো গ্রোক অ্যাপের ক্ষেত্রে কার্যকর হয়নি। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত গ্রোক অ্যাপে সাবস্ক্রিপশন ছাড়াই যে কেউ ছবি তৈরি করতে পারছিল।
শুরুতে এই ফিচারটি দৈনিক নির্দিষ্ট সীমা অনুযায়ী সবার জন্য উন্মুক্ত ছিল। এই টুলের মাধ্যমে যে কারো ছবি আপলোড করে সেটিকে যৌনতাপূর্ণ বা নগ্ন সংস্করণে রূপান্তর করার সুযোগ দেওয়া হয়েছিল। এর ফলে শিশু, অভিনয়শিল্পী, মডেল এবং বিশিষ্ট ব্যক্তিদের অসংখ্য আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা বিভিন্ন দেশের তীব্র ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
যদিও এক্স এবং ইলন মাস্ক প্রকাশ্যেই এই টুলের অপব্যবহারের নিন্দা জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন যে, প্ল্যাটফর্মে অবৈধ কন্টেন্ট পোস্ট করার বিরুদ্ধে কোম্পানির কঠোর নীতি রয়েছে।
গত সপ্তাহে মাস্ক এক টুইটে জানান, “যারা গ্রোক ব্যবহার করে অবৈধ কন্টেন্ট তৈরি করবে, তাদের ক্ষেত্রেও সাধারণ অবৈধ কন্টেন্ট আপলোডকারীদের মতোই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতসহ একাধিক দেশ এই ঘটনার জন্য এক্স ও গ্রোকের কঠোর সমালোচনা করেছে।
গত বৃহস্পতিবার ইইউ চ্যাটবট সম্পর্কিত সমস্ত নথিপত্র সংরক্ষণের জন্য এক্স-আই (xAI) কোম্পানিকে নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, ভারতের যোগাযোগ মন্ত্রণালয় গত সপ্তাহে এক্স-কে অবিলম্বে ছবি তৈরির এই ফিচারে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে, অন্যথায় দেশটিতে তাদের আইনি সুরক্ষা বা ‘সেফ হারবার’ সুবিধা হারানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাও এই বিষয়ে এক্স-আই-এর সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে।



