টেকসিঁড়ি রিপোর্ট : চীনা এআই স্টার্টআপ ‘ডিপসিক’ আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তাদের পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘ভি৪’ বাজারে আনতে যাচ্ছে। শুক্রবার , ৯ জানুয়ারী, ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মূলত কোডিং বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিপসিক-এর অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে যে ভি৪ মডেলটি কোডিং বা প্রোগ্রামিং সংক্রান্ত কাজে বর্তমানে জনপ্রিয় অ্যানথ্রোপিকের ‘ক্লদ’ এবং ওপেনএআই-এর ‘জিপিটি’ সিরিজকেও ছাড়িয়ে যেতে পারে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি এবং ডিপসিক-এর পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায় নি।
হাংঝু-ভিত্তিক এই স্টার্টআপটি বর্তমানে চীনের নিজস্ব এআই ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগে কোম্পানিটির ‘ডিপসিক-ভি৩’ এবং ‘ডিপসিক-আর ১’ মডেলগুলো সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত জানুয়ারিতে কোম্পানিটি দাবি করেছিল যে তারা খুব কম খরচে চ্যাটজিপিটি-র বিকল্প তৈরি করতে সক্ষম হয়েছে। তবে দ্রুত জনপ্রিয়তার পাশাপাশি কোম্পানিটি বিভিন্ন দেশে নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে ব্যাপক নজরদারির মুখেও পড়েছে। বিশেষ করে তাদের ডেটা ব্যবহারের নীতিমালা নিয়ে বেশ কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে।


