টেকসিঁড়ি রিপোর্ট : শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের মধ্যে ২০ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে অ্যাপল । কাউন্টারপয়েন্ট রিসার্চ সোমবার , ১২ জানুয়ারি এই তথ্য জানিয়েছে।
২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ (শিপমেন্ট) গত বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উদীয়মান বাজারগুলোতে জোরালো চাহিদা এবং অর্থনৈতিক গতির কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
কাউন্টারপয়েন্টের বিশ্লেষক বরুণ মিশ্র জানান, আইফোন ১৭ সিরিজের শক্তিশালী বিক্রয় এবং মাঝারি ও উদীয়মান বাজারগুলোর চাহিদাই অ্যাপলকে এই অবস্থানে নিয়ে এসেছে।
স্মার্টফোন বাজারের এই দৌড়ে ১৯ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। যদিও তাদের শিপমেন্টে প্রবৃদ্ধি ছিল খুবই সামান্য।
অন্যদিকে, চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি ১৩ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। মূলত উদীয়মান বাজারগুলোতে শাওমির হ্যান্ডসেটের ধারাবাহিক চাহিদাই তাদের এই অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বছরের শুরুর দিকে অনেক নির্মাতা সম্ভাব্য শুল্ক এড়াতে তড়িঘড়ি করে পণ্য সরবরাহ বাড়িয়ে দিয়েছিল। তবে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এই প্রভাব কমে আসায় বছরের দ্বিতীয়ার্ধে শিপমেন্টের পরিমাণের ওপর এর বড় কোনো প্রভাব পড়েনি।
তবে কাউন্টারপয়েন্ট সতর্ক করে বলেছে , ২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার কিছুটা ঝিমিয়ে পড়তে পারে। এর প্রধান কারণ হিসেবে চিপ সংকট এবং যন্ত্রাংশের ক্রমবর্ধমান মূল্যের কথা উল্লেখ করা হয়েছে । বর্তমানে চিপ নির্মাতারা স্মার্টফোনের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টারগুলোতে চিপ সরবরাহকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, যা হ্যান্ডসেট উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


