25 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি পাবে ১ হাজার শিক্ষার্থী

টেকসিঁড়ি রিপোর্ট : ইউএনডিপির ফিউচারনেশন প্রকল্পের আওতায় নোবিপ্রবি শিক্ষার্থীরা ব্যবসায় এবং সামাজিক ক্ষেত্রে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক কর্মসূচিসমূহে অংশ নেয়ার সুযোগ পাবে। এতে ১ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

বুধবার , ১১ ডিসেম্বর নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ব্যবসায় এবং সামাজিক ক্ষেত্রে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি ইউএনডিপি ফিউচারনেশন প্রকল্পের অধীন নোয়াখালীতে একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানান। যেখানে এ অঞ্চলে শিক্ষার্থী ও বিদেশগামী মানুষ বিভিন্ন ভাষা দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আগামীতে একটি বেটার নোয়াখালী গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ইংরেজি ও অন্যান্য ভাষা দক্ষতাসহ প্রযুক্তির নানা দিক বিশেষ করে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এর মতো বিষয়গুলো এখন থেকেই  রপ্ত করতে হবে বলে উল্লেখ করেন। তিনি আশা করেন তাহলেই নোবিপ্রবি গ্র্যাজুয়েটরা সমাজ, দেশ ও পৃথিবী নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করবে।

উপাচার্য আরও বলেন, ইউএনডিপি ও বৃটিশ কাউন্সিলের আজকের এ অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার সুযোগ করে দিল বলে। কারণ তারা এর মাধ্যমে কোনো অর্থ খরচ না করে ভাষা ও প্রযুক্তির নানা ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য বৃত্তি পাবে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশে দক্ষ মানব সম্পদ হিসেবে কর্মক্ষেত্রে সুযোগ পাবে এবং বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করতে পারবে।

ইউএনডিপির ‘ফিউচারনেশন এর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও  নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ফিউচারনেশন প্রকল্পের ফ্যাকাল্টি ফোকাল অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং ইউএনডিপি ফিউচারনেশন কর্মকর্তা বিবেকানন্দ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএনডিপি ফিউচারনেশন ক্যাম্পাস ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান।

এর আগে মঙ্গলবার ,৩ ডিসেম্বর সন্ধ্যায় এক সভায় ইউএনডিপির ‘ফিউচারনেশন’ (Futurenation) প্রকল্পের কার্যক্রমে নোবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

ইউএনডিপির ‘ফিউচারনেশন’ প্রকল্পে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক সুযোগ

Related posts

ইউএনডিপির ‘ফিউচারনেশন’ প্রকল্পে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক সুযোগ

Tahmina

এআইইউবি তে ডেটা সাইন্স ও নেটওয়ার্ক এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক ২টি নতুন বিভাগ চালু

TechShiri Admin

ট্রিপল-ই ডে পালিত হলো নোবিপ্রবিতে 

Tahmina

Leave a Comment