৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৪ই রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

‘কেমিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ইটস ইমপ্লিকেশন কন্ট্রোলিং মেজার্স অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অন ‘কেমিক্যাল হ্যাজার্ড এন্ড ইটস ইমপ্লিকেশন কন্ট্রোলিং মেজার্স অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

প্রোগ্রাম মডারেটর ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বিসিআইসির সাবেক পরিচালক (টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং) এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সাবেক পরিচালক জনাব আবুল বাশার মিঞা।

উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Related posts

ব্র্যাকইউ অলটার যাবে নেদারল্যান্ডে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায়

Samiul Suman

তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত

Tahmina

‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব শুরু

Tahmina

Leave a Comment