31 C
Dhaka
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘চুয়েটকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই’

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “আমাদের সমস্যা ও দাবি-দাওয়া অনেক বেশি। সে হিসেবে আমাদের বাজেট ও অবকাঠামোগত সামর্থ্যেরও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমাদেরকে সমাধানের পথ খুঁজে নিতে হবে। আমরা সকলে মিলে চেষ্টা করলে আশাকরি সব সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান করা সম্ভব।

৪ ডিসেম্বর , বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অফিসার্স এসোসিয়েশন আয়োজিত নবনিযুক্ত কর্মকতাদের বরণ, বিদায়ী কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সমিতির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম। সে হিসেবে কঠোর নিয়ম-শৃঙ্খলা অনুশীলন করেই আমার বেড়ে উঠা। এই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাপরায়ণতা সবসময় খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমরা নিয়ম-নীতির মধ্যে থেকে সামনের দিকে অগ্রসর হতে চাই। আপনারাও সেভাবে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। এই কাজে কর্মকর্তাদেরও ভূমিকা রাখতে হবে। ”

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও প্রধান বক্তা ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।

Related posts

দেশে প্রথমবারের মতো এআই নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করলো গ্রিন ইউনিভার্সিটি

Tahmina

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর সম্পন্ন

Tahmina

‘এআই ভিত্তিক বিশ্বের জন্য তরুনদের প্রস্তুত করতে হবে’

Tahmina

Leave a Comment