৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

চুয়েটে “আউটকাম বেইজড এডুকেশন” নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “আউটকাম বেইজড এডুকেশন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর , সোমবার ২০২৪ খ্রি. দুপুর আড়াইটায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে রিসোর্স পার্সন ছিলেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সঞ্চালন করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “নতুন ও পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী চুয়েটের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকরি উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ও পাঠদানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাজুয়েটরা যেন চাকরির ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে সেজন্য যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে  হবে। প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও গবেষণার কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে তাহলেই সফলতা আসবে।”

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।

Related posts

ইলন মাস্কের “নট এ বোরিং কম্পিটিশনে’ বাংলাদেশের “রুকি অ্যাওয়ার্ড” অর্জন

Tahmina

জাতীয় পর্বে চ্যাম্পিয়ন চুয়েটের “ইউন্যানিমাস”

Tahmina

জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে : চুয়েট ভিসি

Tahmina

Leave a Comment