৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

নোবিপ্রবিতে জাতীয় সায়েন্স ফেস্ট, চলছে নিবন্ধন

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর নিবন্ধন শুরু হয়েছে।

নোবিপ্রবি তৃতীয় সায়েন্স ফেস্ট এর সম্ভাব্য তারিখ ১৮ – ১৯ জানুয়ারী ‘২৫। স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৪টি সহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের তারিখ ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

চুয়েটে ‘ড্রাগ ডেলিভারি এবং জিনোম সিকোয়েন্সিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Tahmina

এআইইউবি তে ক্যাম্পাস জুড়ে ফ্রি ওয়াই-ফাই এর আনুষ্ঠানিক উদ্বোধন

TechShiri Admin

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসবে চট্টগ্রামের জয় জয়কার

Tahmina

Leave a Comment