১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

৩ টি সংস্থার সাথে সমঝোতা করলো চুয়েট

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল স্ট্রিম ইনক কানাডা , ব্রাকনেট লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে ১৯শে মে (রবিবার) ২০২৪ খ্রি. বেলা ১২ টায় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ বলেন, বাংলাদেশ এখন স্মার্ট ও উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মিশনে। আমাদের সবদিক দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। চুয়েট-এর সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

বিশেষ অতিথি ছিলেন সিগনাল স্ট্রিম ইনক. কানাডা এর চেয়ারম্যান সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ব্রাকনেট লিমিটেড এর ডিজিএম (একাউন্টস) মোঃ সাইফুদ্দিন খালেদ, রবি আজিয়াটা লিমিটেড এর জিএম শফিক শামসুর রাজ্জাক। সমঝোতায় কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্ব্বাক্ষর করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।

Related posts

‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব শুরু

Tahmina

এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় দক্ষিন এশিয়ায় দ্বিতীয় MIST

Samiul Suman

এআইইউবি তে ক্যাম্পাস জুড়ে ফ্রি ওয়াই-ফাই এর আনুষ্ঠানিক উদ্বোধন

TechShiri Admin

Leave a Comment