27 C
Dhaka
১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

পিএইচডি কর্মসূচির যাত্রা হলো নোবিপ্রবিতে

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পিএইচডি কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগে দুজন শিক্ষার্থী অন্তর্ভূক্তির মাধ্যমে এ কার্যক্রমের সূচনায়। শিক্ষার্থীরা হলেন মো. মাহমুদুল হাসান ও মো. মাহবুবুল আলম শাওন।

এ উপলক্ষে তারা নোবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে।

এ সময় মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পিইচডি তত্ত্বাবধায়ক ড. আব্দুল্ল্হা আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পিইচডি গবেষক শিক্ষার্থী এবং মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়াও তিনি পিএইচডি’র বর্তমান ভর্তি ফি শিথিলকরণে বিষয়ে সম্যক সম্মতি জ্ঞাপন করেন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত ,DANIDA (Danish International Development Agency) এর অর্থায়নে Climate-resilient aquatic food systems for healthy lives of young women and girls in Bangladesh (AQUAFOOD) প্রকল্পের আওতায় নোবিপ্রবিতে পিএইচডি কর্মসূচির যাত্রা করলো। 

Related posts

মেগা রোবোটিক্স ইভেন্টে চ্যাম্পিয়ন টিম ডুয়েট ইনফিনিট্রন

Tahmina

পাবলিক হেলথ নিয়ে উন্নত দেশের চেয়ে বাংলাদেশে গবেষণা কম 

Tahmina

বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ ও এমওইউ সম্পন্ন

Tahmina

Leave a Comment