টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশ পড়তে আসা গাজা ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের স্কলারশীপ দেবে বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়।
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের ৪০জন শিক্ষার্থীকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
অন্যদিকে গাজার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষে ৩০ জন নারী শিক্ষার্থীকে ফুল ফ্রি স্কলারশিপ দিবে ইউনিভার্সিটি অভ এশিয়া প্যাসিফিক, যা তাদের থাকা, খাওয়া, ট্রাভেল কস্ট, টিউশন ফি, হেলথকেয়ার থেকে শুরু করে সব খরচ কাভার করবে।
এদিকে ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা করেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব ও মাস্টার্সে এখন থেকে প্রতিবছর ২০জন ফিলিস্তিনি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে ভর্তি করা হবে। সাথে আবাসিক সুবিধাও দেওয়া হবে ফিলিস্তিনি শিক্ষার্থীদের।
ফিলিস্তিনের মুসলিমদের উপর চলমান নির্যাতন ও গণহত্যার মাঝে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর এমন উদ্যোগ হয়তো কিছু শিক্ষার্থীর জীবন বদলে দিবে।
তথ্যসুত্রঃ DailyStar, ShortStories