টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ই-সাইন সার্টিফিকেট চালু করেছে। এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসে দেশ-বিদেশের যে কোনো জায়গা থেকে ভোগান্তি ছাড়াই ই-সনদ নিতে পারবে। পাশাপাশি এ সনদপত্র বিশ্বের সব বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী অ্যাম্বাসিসহ যে কোনো কর্তৃপক্ষ অবিলম্বে ভেরিফাই করতে পারবে। কেউ চাইলেও জাল সনদ তৈরি করার কোনো সুযোগ পাবে না।স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষে এই প্রকল্প একাডেমিক সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ গত ১০ই মে আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি উল্লেখ করেন যে সাষ্টই প্রথম এই ধরনের প্রকল্পের উদ্ভাবনের পথপ্রদর্শক। ভবিষ্যৎ আরো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে সাষ্ট গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।